বি.দ্র.: ২০১২ সালের নির্ধারিত খামার পূণঃনিবন্ধনের নিয়ম অনুযায়ী বিদ্যমান ০৫(পাঁচ) বছর মেয়াদী খামার পূণঃনিবন্ধন বা নিবন্ধন নবায়নের ফি পরিবর্তিত হয়ে, ২০১৭ সালের নির্ধারিত ০১ (এক) বছর মেয়াদী পূণঃনিবন্ধনের নিয়ম চালু হয়েছে। তাই, নতুন তালিকা অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদনকারী খামারসমূহকে ০১(এক) বছর মেয়াদী নিবন্ধন প্রদান করা হবে। অতঃপর প্রতিবছর নির্ধারিত ফি-তে মেয়াদ উর্ত্তীর্ণ খামারসমূহকে পূণঃনিবন্ধনের আবেদন করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS